বাড়িভাড়া চাওয়ায় হুমকি, ২ কারারক্ষীকে বদলি

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে।  সোমবার (৮ ডিসেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বদলি হওয়া ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা কারাগারের কারারক্ষী আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়াবাসায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করেন না। বকেয়া টাকা চাইলে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। পরে বাড়ির মালিক এ বিষয়ে কারা তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ করেন। এ ছাড়া কারারক্ষী রফিকুল ইসলাম সাত মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তার বিরুদ্ধে বিভিন্ন সময় কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। কারা তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বলেন, দুই কারারক্ষীকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

বাড়িভাড়া চাওয়ায় হুমকি, ২ কারারক্ষীকে বদলি

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় মালিককে হুমকি ও ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুই কারারক্ষীকে বদলি করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বদলি হওয়া ব্যক্তিরা হলেন—বগুড়া জেলা কারাগারের কারারক্ষী আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী আব্দুল্লাহ দেড় বছর ধরে বগুড়ায় কর্মরত। তিনি কারা এলাকার বাইরে ভাড়াবাসায় বসবাস করেন। অভিযোগ রয়েছে, তিনি বাড়িভাড়া নিয়মিত পরিশোধ করেন না। বকেয়া টাকা চাইলে তিনি বাড়ির মালিককে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতেন। পরে বাড়ির মালিক এ বিষয়ে কারা তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এ ছাড়া কারারক্ষী রফিকুল ইসলাম সাত মাস ধরে বগুড়া জেলা কারাগারে কর্মরত। তার বিরুদ্ধে বিভিন্ন সময় কারাগারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।

কারা তত্ত্বাবধায়ক ফারুক আহম্মেদ বলেন, দুই কারারক্ষীকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow