বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০)
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে উদ্বোধন হয়েছে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক।
রোববার (১৪ ডিসেম্বর) এ এক্সপোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ এক্সপো কো-পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ‘নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়’ এই স্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়। আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে উদ্বোধন হয়েছে দুদিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক।
রোববার (১৪ ডিসেম্বর) এ এক্সপোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ এক্সপো কো-পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ‘নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়’ এই স্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়। আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েলের সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যারের সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, করপোরেট নেতা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।