বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২০ নেতাকর্মী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।  ‎স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। ‎যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়। ‎এ বিষয়ে আব্দুর রব মেম্বার বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমি বিএনপিতে যোগ দিই। তার সঙ্গে একই সময়ে আরো ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ‎এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, নবাগতরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে সহায়ক হবে।

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ২০ নেতাকর্মী

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। 

‎স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। ‎যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।

‎এ বিষয়ে আব্দুর রব মেম্বার বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমি বিএনপিতে যোগ দিই। তার সঙ্গে একই সময়ে আরো ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

‎এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, নবাগতরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow