বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। শনিবার (১০ জানুয়ারি) সকালে এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।  শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে আসীন করার সিদ্ধান্ত গৃহীত হয়।  ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির  মহাসচিব অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) সকালে এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। 

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে আসীন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লেবার পার্টির  মহাসচিব অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংগঠনিক সম্পাদক মো. মিলন, কেন্দ্রীয় সদস্য মো. আখতারুজ্জামান, মনিরুল ইসলাম খোকন, মো. রবিউল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম, সহসভাপতি  নিয়ামুল ইসলাম সিয়াম, সেক্রেটারি মো. সাব্বির হোসেন প্রমুখ। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow