বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।  সদস্যপদ ফিরে পাওয়ার বিষয়ে রমিজ উদ্দিন ও দিলারা শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’  উল্লেখ্য, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন। সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। 

সদস্যপদ ফিরে পাওয়ার বিষয়ে রমিজ উদ্দিন ও দিলারা শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদের দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

উল্লেখ্য, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow