বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

নাটোর-১ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। আনোয়ার হোসেন সোহাগ বলেন, আমরা ফারজানা শারমিন পুতুলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব। লালপুর-বাগাতিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই। এ সময় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তাদের সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উপস্থিত ছিলেন- নাটোর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মজনু সরকা

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

নাটোর-১ আসনের গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে নেতাকর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।

আনোয়ার হোসেন সোহাগ বলেন, আমরা ফারজানা শারমিন পুতুলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব। লালপুর-বাগাতিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।

এ সময় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তাদের সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

উপস্থিত ছিলেন- নাটোর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মজনু সরকার, সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. মাহাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মো. অন্তর হোসেনসহ নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow