বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ করছেন দলটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ‘আমরা ধানের শীষ পরিবার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এতে ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। পরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডল, যুবদল নেতা জাকিরুল ইসলামসহ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুক কবির আহম্মেদের কর্মী সমর্থকরা। তাদের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ করছেন দলটির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ‘আমরা ধানের শীষ পরিবার’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘণ্টাব্যাপী অবস্থান নেয়। এতে ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়।

পরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডল, যুবদল নেতা জাকিরুল ইসলামসহ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুক কবির আহম্মেদের কর্মী সমর্থকরা।

তাদের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেবে।

আনোয়ার আল শামীম/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow