বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আখাউড়া উপজেলার মিনারকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে মিনারকোট ৪নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শিশু ভুইয়া এবং সঞ্চালনায় ছিলেন ইমাম হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভুইয়া, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া। আরও বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভুইয়া, বিল্লাল ভুইয়া, দোলন ভুইয়া ও আবুল কালাম।বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, দেশে সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণ পরিবর্তন চায়। তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী রাজনীতির পক্ষে রায় দেবে বলে তি

বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আখাউড়া উপজেলার মিনারকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে মিনারকোট ৪নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক শিশু ভুইয়া এবং সঞ্চালনায় ছিলেন ইমাম হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভুইয়া, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া।

আরও বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভুইয়া, বিল্লাল ভুইয়া, দোলন ভুইয়া ও আবুল কালাম।

বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, দেশে সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণ পরিবর্তন চায়। তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী রাজনীতির পক্ষে রায় দেবে বলে তিনি আশা করেন।

সমাবেশের এক পর্যায়ে বিএনপি নেতা শিশু ভুইয়া ও হেফজু ভুইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। সমাবেশস্থলে দলীয় নেতারা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow