বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক

বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ প্রতিশ্রুতি দেন তিনি। খন্দকার আবু আশফাক বলেন, ঢাকার এতো কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানই হবে বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি। তিনি আরও বলেন, বহু বছর ধরে অনেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার-নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে। এ সময় অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি, কুসুম হাটি ইউনিয়ন বিএপির সভাপতি পান্নু, হজরত শাহনাল শাহ দরগা শরীফের বর্তমান গদিনশিন ইফতেখার আলম চিশতি সজিবসহ অনেকেই

বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক
বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ প্রতিশ্রুতি দেন তিনি। খন্দকার আবু আশফাক বলেন, ঢাকার এতো কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানই হবে বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি। তিনি আরও বলেন, বহু বছর ধরে অনেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার-নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে। এ সময় অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারি, কুসুম হাটি ইউনিয়ন বিএপির সভাপতি পান্নু, হজরত শাহনাল শাহ দরগা শরীফের বর্তমান গদিনশিন ইফতেখার আলম চিশতি সজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow