‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরাও তেমন সুরক্ষা পাবেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রামের বারুণী মন্দির মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কাজী আলাউদ্দীন বলেন, জামায়াতে ইসলামীর ধোঁকাবাজির ফাঁদে পা দেবেন না। দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিতে বিএনপিকে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। কালীগঞ্জের প্রায় সব অলিগলির রাস্তা কার্পেটিং করেছি। করেছি কাজী আলাউদ্দীন হাইস্কুল, ডিগ্রি কলেজ, কাকশিয়ালি ব্রিজসহ অসংখ্য উন্নয়ন। সুপেয় পানি, বিদ্যুতায়ন, পানি নিষ্কাশন, সবই করেছি আপনাদের কষ্টের কথা ভেবে। বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, আমি সৎ ও ন্যায়পরায়ণ বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। কালীগঞ্জকে দুর্নীতি–সন্ত্রাসমুক্ত করেছি। আবারও সুযোগ পেলে

‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে’

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরাও তেমন সুরক্ষা পাবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রামের বারুণী মন্দির মাঠে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, জামায়াতে ইসলামীর ধোঁকাবাজির ফাঁদে পা দেবেন না। দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিতে বিএনপিকে ভোট দিন। বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। কালীগঞ্জের প্রায় সব অলিগলির রাস্তা কার্পেটিং করেছি। করেছি কাজী আলাউদ্দীন হাইস্কুল, ডিগ্রি কলেজ, কাকশিয়ালি ব্রিজসহ অসংখ্য উন্নয়ন। সুপেয় পানি, বিদ্যুতায়ন, পানি নিষ্কাশন, সবই করেছি আপনাদের কষ্টের কথা ভেবে।


বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, আমি সৎ ও ন্যায়পরায়ণ বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। কালীগঞ্জকে দুর্নীতি–সন্ত্রাসমুক্ত করেছি। আবারও সুযোগ পেলে আশাশুনি ও কালীগঞ্জকে আরও উন্নত করব। আশাশুনি উপজেলায় একটি ইকোনমিক জোন স্থাপন করা হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বারুণী মন্দিরের সভাপতি মৃন্ময় মল্লিক। সঞ্চালনা করেন সহসভাপতি বিশ্বজিৎ মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড়সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow