বিক্ষোভে উত্তাল ইরান, নিহত একাধিক

লাঘামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন, জানিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানায়, পশ্চিম ইরানের লোরদেগান শহরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মধ্য ইরানের ইসপাহান প্রদেশেও একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে হেঙ্গাও দাবি করেছে। রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূচনা করেন দোকানদাররা। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সংঘর্ষগুলোকে গত তিন বছরে ইরানে সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যে সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। ফার্স জানায়, লোরদেগানে নিরাপত্তা বাহিনী ও ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। তবে হেঙ্গাওয়ের দাবি, সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজ

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত একাধিক

লাঘামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন, জানিয়েছে ইরানি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এবং মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানায়, পশ্চিম ইরানের লোরদেগান শহরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় কুহদাশত শহরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মধ্য ইরানের ইসপাহান প্রদেশেও একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে হেঙ্গাও দাবি করেছে।

রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভের সূচনা করেন দোকানদাররা। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিশেষ করে মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকেই আন্দোলন ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সংঘর্ষগুলোকে গত তিন বছরে ইরানে সবচেয়ে বড় বিক্ষোভের মধ্যে সবচেয়ে গুরুতর উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

ফার্স জানায়, লোরদেগানে নিরাপত্তা বাহিনী ও ‘সশস্ত্র বিক্ষোভকারীদের’ মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। তবে হেঙ্গাওয়ের দাবি, সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, কুহদাশতে তাদের অধিভুক্ত বাসিজ স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়েই এই হামলা চালিয়েছে বলে দাবি করে বাহিনীটি।

তবে হেঙ্গাওয়ের ভাষ্য অনুযায়ী, নিহত বাসিজ সদস্য আমিরহোসাম খোদায়ারি ফার্দ বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।

মানবাধিকার সংগঠনটি আরও জানায়, বুধবার ইসফাহান প্রদেশে একজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এসব মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের মার্ভদাশত শহরেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে অ্যাক্টিভিস্ট নিউজ সাইট এইচআরএএনএ। হেঙ্গাও জানায়, বুধবার পশ্চিম ইরানের কেরমানশাহ, খুজেস্তান ও হামেদান প্রদেশে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow