বিছানা ও পুরুষ নিয়ে টাবুর ‘বিতর্কিত’ মন্তব্য! নেপথ্যে আসল সত্য কী?

তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। বয়স পঞ্চাশের কোঠা পেরোলেও পর্দায় তার উপস্থিতি আজও দর্শককে মুগ্ধ করে। ‘চিনি কম, ঝাঁঝ বেশি’—পর্দায় এমন ব্যক্তিত্ব নিয়ে চলা টাবু ব্যক্তিগত জীবনে বরাবরই সংযত। দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজের অভিনয় যতটা আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক ততটাই গোপনীয়তা রক্ষা করে চলেছেন তিনি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, টাবু নাকি বলেছেন— ‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।’ একজন প্রথম সারির অভিনেত্রীর মুখে এমন খোলামেলা মন্তব্যের জেরে নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, টাবু কী আসলেই এমন কথা বলেছেন, নাকি তার বক্তব্য বিকৃত করা হয়েছে? বলিউড সূত্রের খবর, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি। তিনি মূলত বলেছিলেন, বর্তমানে তিনি নিজের ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরু

বিছানা ও পুরুষ নিয়ে টাবুর ‘বিতর্কিত’ মন্তব্য! নেপথ্যে আসল সত্য কী?

তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। বয়স পঞ্চাশের কোঠা পেরোলেও পর্দায় তার উপস্থিতি আজও দর্শককে মুগ্ধ করে। ‘চিনি কম, ঝাঁঝ বেশি’—পর্দায় এমন ব্যক্তিত্ব নিয়ে চলা টাবু ব্যক্তিগত জীবনে বরাবরই সংযত। দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে নিজের অভিনয় যতটা আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক ততটাই গোপনীয়তা রক্ষা করে চলেছেন তিনি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নামে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, টাবু নাকি বলেছেন— ‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।’ একজন প্রথম সারির অভিনেত্রীর মুখে এমন খোলামেলা মন্তব্যের জেরে নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, টাবু কী আসলেই এমন কথা বলেছেন, নাকি তার বক্তব্য বিকৃত করা হয়েছে?

বলিউড সূত্রের খবর, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যে সাক্ষাৎকারের সূত্র ধরে এই দাবি করা হচ্ছে, সেখানে টাবু এমন কোনো শব্দচয়নই করেননি। তিনি মূলত বলেছিলেন, বর্তমানে তিনি নিজের ‘সিঙ্গেল’ জীবন উপভোগ করছেন এবং এই মুহূর্তে জীবনে কোনো পুরুষের প্রয়োজন বোধ করছেন না। বিয়ে বা সম্পর্কে জড়ানোর কোনো তাড়া নেই তার। ডিজিটাল প্ল্যাটফর্মে তার এই সাধারণ বক্তব্যকেই ‘তিল থেকে তাল’ বানিয়ে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি ইন্ডাস্ট্রি মহলের।

বিষয়টি নজরে আসার পর টাবুর টিমের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, অভিনেত্রী কোথাও এমন কোনো মন্তব্য করেননি। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়া ও সম্মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঙ্কার দেওয়া হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে টাবু সবসময়ই বলে এসেছেন, সম্পর্ক বা বিয়ে নয়—নিজের স্বাধীনতা ও মানসিক স্বাচ্ছন্দ্যই তার কাছে সবার আগে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow