বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পথে দুর্ভোগে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আসা অনেক পরীক্ষার্থী তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা হয়। এদিন ঢাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচি ও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থাকায় সড়কে তীব্র যানজট দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, অনেক পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরও দৌড়ে কেন্দ্রে প্রবেশ করেন। কয়েকজন জানান, রাস্তায় তীব্র যানজট থাকায় যথাসময়ে তারা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এদিন নির্ধারিত সময়ের পরও তাদের প্রবেশের সুযোগ দেয় ঢাবি প্রশাসন। এছাড়া মেট্রোরেলেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাবির প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২০ ডিসেম্বর হতে যাওয়া বিজ্ঞান অনুষদের এ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর। এবার ঢাবি এবং ঢাকার বাইরে সাত বিভাগীয় শহর

বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পথে দুর্ভোগে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আসা অনেক পরীক্ষার্থী তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা হয়। এদিন ঢাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচি ও শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থাকায় সড়কে তীব্র যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, অনেক পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরও দৌড়ে কেন্দ্রে প্রবেশ করেন। কয়েকজন জানান, রাস্তায় তীব্র যানজট থাকায় যথাসময়ে তারা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এদিন নির্ধারিত সময়ের পরও তাদের প্রবেশের সুযোগ দেয় ঢাবি প্রশাসন। এছাড়া মেট্রোরেলেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাবি বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, তীব্র যানজটে দুর্ভোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাবির প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২০ ডিসেম্বর হতে যাওয়া বিজ্ঞান অনুষদের এ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর।

এবার ঢাবি এবং ঢাকার বাইরে সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি হয়। বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এফএআর/একিউএফ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow