বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাশমিকা

পর্দার রসায়নের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক যে বেশ ঘনিষ্ঠ, তা ইন্ডাস্ট্রিতে প্রায় ওপেন সিক্রেট। দীর্ঘদিন ধরেই টলিউড ও বলিউডে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সেই জল্পনায় নতুন করে যোগ হয়েছে বাগদান ও বিয়ের আলোচনা। ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল করেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে চর্চা আরও তীব্র হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জন পুরোপুরি অস্বীকার না করে সংযত প্রতিক্রিয়া জানান তিনি। রাশমিকার ভাষায়, “এই আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ বারবার একই প্রশ্ন করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই এসব নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার উপযুক্ত সময় আসবে।” এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগ

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাশমিকা

পর্দার রসায়নের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক যে বেশ ঘনিষ্ঠ, তা ইন্ডাস্ট্রিতে প্রায় ওপেন সিক্রেট। দীর্ঘদিন ধরেই টলিউড ও বলিউডে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সেই জল্পনায় নতুন করে যোগ হয়েছে বাগদান ও বিয়ের আলোচনা।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল করেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে চর্চা আরও তীব্র হয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান।

এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জন পুরোপুরি অস্বীকার না করে সংযত প্রতিক্রিয়া জানান তিনি।

রাশমিকার ভাষায়, “এই আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ বারবার একই প্রশ্ন করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই এসব নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার উপযুক্ত সময় আসবে।”

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে পারেন বিজয় ও রাশমিকা।

এর আগেও, ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে একেবারেই ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

তবে এসব জল্পনার মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক মন্তব্যে রাশমিকা স্পষ্ট করে জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। 

অভিনেত্রীর কথায়, “আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করছি না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।”

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। যদিও আংটি আড়াল করতেও দেখা যায়নি তাঁদের।

পাপারাৎজিদের ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছে সেই মুহূর্ত।
সব মিলিয়ে, নীরবতা আর ইঙ্গিতেই আপাতত অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে চলেছেন বিজয়-রাশমিকা। কবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা।

সূত্র: বলিউড শাদি ডটকম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow