বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এবার আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি। জাতি স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না।
গত রাতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে তুলে নেওয়া এবং পরে ফেরত দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি এই ঘটনা প্রথমবার শুনেছেন। তিনি বলেন, অনুসন্ধান শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং গুরুত্ব সহকারে দেখা হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পর বা বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতা-অস্থিরতার শঙ্কা নেই। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এবার আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচি। জাতি স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। তবে গতবারের মতো এবারও প্যারেড হচ্ছে না।
গত রাতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে তুলে নেওয়া এবং পরে ফেরত দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি এই ঘটনা প্রথমবার শুনেছেন। তিনি বলেন, অনুসন্ধান শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং গুরুত্ব সহকারে দেখা হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।