বিজয় দিবস উপলক্ষে বুড়িগঙ্গায় শত নৌকার র্যালি, নদী রক্ষার বার্তা জবি শিবিরের
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ১০০টি নৌকা নিয়ে নৌ র্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র্যালিতে ১০০টি নৌকায় প্রায় ৭ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র্যালিটি শ্যাম বাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারো শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় ৭ শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।