বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।  শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ।  মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলার আহ্বায়ক অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।  সমাবেশে বক্তারা বলেন, দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৪৮ বছরের জন্য বন্দরের চুক্তি করছে। এটা কোনো শুভ লক্ষণ নয়। এই চুক্তি জনসমাগমে প্রকাশ করা হয়নি। জনগণের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় অবিলম্বে এই চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা।  বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ। 

মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলার আহ্বায়ক অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৪৮ বছরের জন্য বন্দরের চুক্তি করছে। এটা কোনো শুভ লক্ষণ নয়। এই চুক্তি জনসমাগমে প্রকাশ করা হয়নি। জনগণের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় অবিলম্বে এই চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা। 

বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের করা হয়। মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow