বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশসহ চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।  শনিবার (৬ ডিসেম্বর) রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটক অন্যরা হলো সাজ্জাত ইসলাম, মহিবুল্লাহ হাসান ও রনি তঞ্চঙ্গ্যা।  পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুল দাসের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল বিদেশি সিগারেট জব্দ ও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালপত্রসহ আটকদের পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী।  রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী কালবেলাকে বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশসহ চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। 

শনিবার (৬ ডিসেম্বর) রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক অন্যরা হলো সাজ্জাত ইসলাম, মহিবুল্লাহ হাসান ও রনি তঞ্চঙ্গ্যা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুল দাসের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল বিদেশি সিগারেট জব্দ ও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালপত্রসহ আটকদের পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী। 

রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী কালবেলাকে বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow