বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন
ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে সেখানে ভোটগ্রহণ করার কথা রয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে স্কুলের আসবাব পত্রের কোনো ক্ষতি হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী কালবেলাকে বলেন, রাতে স্কুলের নৈশপ্রহরী গিয়াস উদ্দিন আমাকে জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় আগুন জ্বলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুরাতন ভবনের নিচতলায় বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। তবে এতে আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশের ফেনী মডেল থা
ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে সেখানে ভোটগ্রহণ করার কথা রয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে স্কুলের আসবাব পত্রের কোনো ক্ষতি হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী কালবেলাকে বলেন, রাতে স্কুলের নৈশপ্রহরী গিয়াস উদ্দিন আমাকে জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় আগুন জ্বলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুরাতন ভবনের নিচতলায় বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। তবে এতে আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশের ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।