বিদ্যুৎ লাইনের জন্য ৫ শতাধিক তালগাছের মাথা কাটল নেসকো
ঠিক দুই সপ্তাহ আগেও রাস্তার ধারে শোভা পাচ্ছিল বড় বড় তালগাছ। সারিবদ্ধ তালগাছগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, মানুষের জন্যও সেগুলো ছিল উপকারী। দিত অক্সিজেনের সরবরাহ। এ ছাড়া বজ্রপাত নিরোধক হিসেবেও তালগাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ সেই তালগাছগুলোর মাথা কেটে ফেলা হয়েছে।
বিদ্যুতের তার টানার অজুহাতে ৫ শতাধিক তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরশহরের বাইপাস সড়কের এক পাশের সারিবদ্ধ ৫ শতাধিক বড় তালগাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা। এই গাছগুলোর ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ায় ১০-১২ দিন আগে তালগাছগুলোর মাথা মুড়িয়ে দেয় তারা। সড়কটির বাইপাস ব্রিজ থেকে বোয়ালিয়া মোড় (সান্তাহার বাইপাসের) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে সড়কের এক পাশে মাথা মুড়িয়ে দেওয়া তালগাছগুলো চোখে পড়ে। তালগাছগুলো বাঁচাতে কারও কোনো উদ্যোগ নেই।
অথচ সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের ওপর জোর দিয়ে আসছে সরকার ও পরিবেশবিদরা। নওগাঁতে বিগত কয়েক বছরে সরকারি ও ব্যক্তিগ
ঠিক দুই সপ্তাহ আগেও রাস্তার ধারে শোভা পাচ্ছিল বড় বড় তালগাছ। সারিবদ্ধ তালগাছগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, মানুষের জন্যও সেগুলো ছিল উপকারী। দিত অক্সিজেনের সরবরাহ। এ ছাড়া বজ্রপাত নিরোধক হিসেবেও তালগাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ সেই তালগাছগুলোর মাথা কেটে ফেলা হয়েছে।
বিদ্যুতের তার টানার অজুহাতে ৫ শতাধিক তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
নওগাঁ সদর উপজেলার নওগাঁ পৌরশহরের বাইপাস সড়কের এক পাশের সারিবদ্ধ ৫ শতাধিক বড় তালগাছকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তারা। এই গাছগুলোর ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ায় ১০-১২ দিন আগে তালগাছগুলোর মাথা মুড়িয়ে দেয় তারা। সড়কটির বাইপাস ব্রিজ থেকে বোয়ালিয়া মোড় (সান্তাহার বাইপাসের) পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে সড়কের এক পাশে মাথা মুড়িয়ে দেওয়া তালগাছগুলো চোখে পড়ে। তালগাছগুলো বাঁচাতে কারও কোনো উদ্যোগ নেই।
অথচ সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের ওপর জোর দিয়ে আসছে সরকার ও পরিবেশবিদরা। নওগাঁতে বিগত কয়েক বছরে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের দুই ধারে হাজার হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে।
রানীনগর উপজেলার রায়হান ও আবু সাইদ নামের দুই যুবক বলেন, ‘আমরা বাইপাসের এই রাস্তা দিয়ে ঘুরছিলাম। হঠাৎ চোখে পড়ে তালগাছের মাথা কাটা। পরে খোঁজ নিয়ে জানতে পারি নেসকোর লোকজন শুধু তার টানার কারণে এই রকম কাজ করেছে। যা মোটেও ঠিক হয়নি। অথচ জেলার এমন অনেক জায়গা আছে, যেখানে তালগাছের কারণে বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।’