বিপিএলে রাজশাহীর কোচ হলেন হান্নান সরকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওয়ারিয়র্স কোচিং সেটআপে বড় সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি কোচের ট্রেন্ডের বাইরে গিয়ে পুরো দায়িত্ব তুলে দিচ্ছে দেশি অভিজ্ঞদের হাতে—আর সেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। দলের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজিন সালেহকে নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। দুই সাবেক টাইগারের উপস্থিতিতে দলটি এবারের আসরে ভালো কিছু করার আশা করছে। ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা হান্নান সরকার খেলোয়াড়ি জীবনের পর দ্রুতই কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে বিসিবির লেভেল–ওয়ান, পরবর্তীতে লেভেল–টু কোচিং সার্টিফিকেট অর্জন করে বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচ হিসেবে কাজও করেছেন। সেই অভিজ্ঞতা এবার আরও বড় দায়িত্বে কাজে লাগানোর সুযোগ পেলেন তিনি। রাজিন সালেহও কম যান না। বর্তমানে বিসিবির এইচপি ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপিএলে পূর্ব অভিজ্ঞতা থাকায় এই পরিবেশ ও চাপ সম্পর্কে তিনি ভালোই জানেন। ফলে কোচিং স্টাফে দুই অভিজ্ঞের সমন্বয় রাজশাহীকে

বিপিএলে রাজশাহীর কোচ হলেন হান্নান সরকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওয়ারিয়র্স কোচিং সেটআপে বড় সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি কোচের ট্রেন্ডের বাইরে গিয়ে পুরো দায়িত্ব তুলে দিচ্ছে দেশি অভিজ্ঞদের হাতে—আর সেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। দলের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজিন সালেহকে নিয়োগের খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। দুই সাবেক টাইগারের উপস্থিতিতে দলটি এবারের আসরে ভালো কিছু করার আশা করছে। ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা হান্নান সরকার খেলোয়াড়ি জীবনের পর দ্রুতই কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে বিসিবির লেভেল–ওয়ান, পরবর্তীতে লেভেল–টু কোচিং সার্টিফিকেট অর্জন করে বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচ হিসেবে কাজও করেছেন। সেই অভিজ্ঞতা এবার আরও বড় দায়িত্বে কাজে লাগানোর সুযোগ পেলেন তিনি। রাজিন সালেহও কম যান না। বর্তমানে বিসিবির এইচপি ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপিএলে পূর্ব অভিজ্ঞতা থাকায় এই পরিবেশ ও চাপ সম্পর্কে তিনি ভালোই জানেন। ফলে কোচিং স্টাফে দুই অভিজ্ঞের সমন্বয় রাজশাহীকে নতুন মৌসুমে বাড়তি শক্তি দিতে পারে। খেলোয়াড় আনা নিয়েও চমক দেখিয়েছে দলটি। বৃহস্পতিবার সরাসরি চুক্তিতে দলে যোগ দিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০১৬ সাল থেকে বিপিএলে খেলা হলেও এবারই প্রথম তিনি প্রতিনিধিত্ব করবেন নিজের শহর রাজশাহীর। দেশি কোচিং সেটআপ, অভিজ্ঞ ব্যাটার শান্তকে স্কোয়াডে যুক্ত করা—সব মিলিয়ে বিপিএলের নবাগত দলটি শুরুতেই যে সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার প্রমাণ মিলছে স্পষ্টভাবেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow