বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম প্রকাশ করেছে দলটি।  ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্র দিয়ে সবার মন জয় করে নেন পলাশ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম তার। প্রথমবার বিপিএলে আসা নোয়াখালীকে সবার কাছে পরিচিত করতেই নিজেদের এলাকার তুমুল জনপ্রিয় পলাশকে অ্যাম্বাসেডর বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাশকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’  নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়েছে নোয়াখালী। ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলবদলে চমক দেখিয়েছে তারা। জনসন চার্লস, কুশাল মেন্ডিস, সৌম্য সরকারের মতো তারকাদের সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নাম প্রকাশ করেছে দলটি। 

ব্যাচেলর পয়েন্ট নাটকে কাবিলা চরিত্র দিয়ে সবার মন জয় করে নেন পলাশ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্ম তার। প্রথমবার বিপিএলে আসা নোয়াখালীকে সবার কাছে পরিচিত করতেই নিজেদের এলাকার তুমুল জনপ্রিয় পলাশকে অ্যাম্বাসেডর বানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাশকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নোয়াখালী এক্সপ্রেস লিখেছে, ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি।’ 

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow