বিপিএল খেলতে এসে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে জয়ের নায়ক তিনি। দুর্দান্ত শুরুর পর পুরো দল যেখানে জয়ের উল্লাসে ফেটে পড়েছে, সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার ইমাদ। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ ওয়াসিম। একই প্ল্যাটফর্মে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া আশফাকও।  ইমাদ নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’ সেই পোস্টে পাক এই অলরাউন্ডার আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে (সানিয়াকে) আমার স্ত্রী হিসেবে উল্লেখ করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি। সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বা

বিপিএল খেলতে এসে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে জয়ের নায়ক তিনি। দুর্দান্ত শুরুর পর পুরো দল যেখানে জয়ের উল্লাসে ফেটে পড়েছে, সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার ইমাদ। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ ওয়াসিম। একই প্ল্যাটফর্মে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া আশফাকও। 

ইমাদ নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’

সেই পোস্টে পাক এই অলরাউন্ডার আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে (সানিয়াকে) আমার স্ত্রী হিসেবে উল্লেখ করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি। সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আগের মতো দায়িত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করব।’ 

ইনস্টাগ্রামে সানিয়া আশফাক লেখেন, ‘অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবু তা এতদিন টিকে ছিল।’

২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের। পরের বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ইনিংস ৬ বছরের বেশি দীর্ঘ হলো না। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow