বিপিএল নিলামের পরও নোয়াখালীর চমক

বিপিএলের ১২তম আসর শুরুর আগে দলবদলের আলোচনায় সবচেয়ে নীরব দলগুলোর একটি ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিলামের পর তারা যে ‘লুকানো তুরুপের তাস’ ধরে রেখেছিল, সেটিই এখন সবচেয়ে বড় চমক—অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ভেড়াল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার সামাজিক মাধ্যমে নবী–চুক্তির খবর নিশ্চিত করে নোয়াখালী। একই সঙ্গে জানায়, শ্রীলঙ্কার ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও স্কোয়াডে যুক্ত করা হচ্ছে। আরেকদিকে, সিলেট টাইটান্স জানায় তারা দলে নিচ্ছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে। ২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই নিজেদের আক্রমণাত্মক ইচ্ছে স্পষ্ট করেছিল—চুক্তিবদ্ধ করে কুশল মেন্ডিস আর জনসন চার্লসকে। ৩০ নভেম্বরের নিলামে দলে যোগ হয় দুজন পাকিস্তানি—ইহসানউল্লাহ খান ও হায়দার আলী। এবার নিলামের পর নবী ও আভিস্কার সংযোজন তাদের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। নবী বিপিএলের পরিচিত মুখ। ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা, গত আসরে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়া—সব মিলিয়ে এবারে নোয়াখালীর উপর তার প্রভাব হবে যথেষ্ট গুরুত্বপ

বিপিএল নিলামের পরও নোয়াখালীর চমক
বিপিএলের ১২তম আসর শুরুর আগে দলবদলের আলোচনায় সবচেয়ে নীরব দলগুলোর একটি ছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিলামের পর তারা যে ‘লুকানো তুরুপের তাস’ ধরে রেখেছিল, সেটিই এখন সবচেয়ে বড় চমক—অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দলে ভেড়াল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বুধবার সামাজিক মাধ্যমে নবী–চুক্তির খবর নিশ্চিত করে নোয়াখালী। একই সঙ্গে জানায়, শ্রীলঙ্কার ব্যাটার আভিস্কা ফার্নান্দোকেও স্কোয়াডে যুক্ত করা হচ্ছে। আরেকদিকে, সিলেট টাইটান্স জানায় তারা দলে নিচ্ছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে। ২৬ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই নিজেদের আক্রমণাত্মক ইচ্ছে স্পষ্ট করেছিল—চুক্তিবদ্ধ করে কুশল মেন্ডিস আর জনসন চার্লসকে। ৩০ নভেম্বরের নিলামে দলে যোগ হয় দুজন পাকিস্তানি—ইহসানউল্লাহ খান ও হায়দার আলী। এবার নিলামের পর নবী ও আভিস্কার সংযোজন তাদের স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। নবী বিপিএলের পরিচিত মুখ। ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা, গত আসরে ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হওয়া—সব মিলিয়ে এবারে নোয়াখালীর উপর তার প্রভাব হবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। হঠাৎ উইকেট নিয়ে নেওয়া, পাওয়ার-হিটিং দিয়ে রান চাপ তোলা—নবীর এই দ্বৈত ভূমিকা তাকে নোয়াখালীর সবচেয়ে মূল্যবান বিদেশিদের একজন করে তুলেছে। মেন্ডিস জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএলের শুরুতে দলে থাকতে পারবেন না। তার অনুপস্থিতিতে আভিস্কাকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। সীমিত সংস্করণে লঙ্কান ব্যাটারের দ্রুত রান করার ক্ষমতা নোয়াখালীর টপ অর্ডারে তাৎক্ষণিক সমাধান দেবে। অন্যদিকে সিলেট টাইটান্স নিজেদের বিদেশি পুলকে আরও শক্তিশালী করতে দলে নিয়েছে পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে। এর আগে তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে। নিলামে দলে যুক্ত হন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow