বিপিএল বন্ধ, কে দেবে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ?

বিপিএল ঘিরে গত কয়েকদিন ধরে সৃষ্ট উত্তাপ রূপ নিয়েছে চরমে। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের চলমান আসর বন্ধ রাখার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে বোর্ড পরিচালক এম নাজমুলকে বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতেও সমাধান মিলছে না।  জানা গেছে, তাতে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।  বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্তার বরাতে জানা গেছে, ক্রিকেটাররা নাকি আরও একটি আলটিমেটাম দিয়েছেন। যদি নাজমুল ইস্যুতে বিপিএল সত্যিই বন্ধ করে দেওয়া হয়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পেমেন্ট বিসিবিকে দিতে হবে। যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এই দাবি খোদ কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের। জানা যায়, ৪৮ ঘণ্টা অপেক্ষার পর তারা ক্রিকেটে ফিরে আসতেন। কিন্তু সে অবস্থা তৈরি হয়নি। বরং পরিস্থিতি এখন ‘হ-য-ব-র-ল’। যে কারণে বিপিএল এই জায়গায় এসে বন্ধ হয়ে গেলে সে দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই বহন করতে হবে। সব পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে বলে দাবি কোয়াবের। অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করায় অসংখ্য ক্রিকেটার

বিপিএল বন্ধ, কে দেবে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ?
বিপিএল ঘিরে গত কয়েকদিন ধরে সৃষ্ট উত্তাপ রূপ নিয়েছে চরমে। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের চলমান আসর বন্ধ রাখার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে বোর্ড পরিচালক এম নাজমুলকে বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতেও সমাধান মিলছে না।  জানা গেছে, তাতে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব।  বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল এক কর্তার বরাতে জানা গেছে, ক্রিকেটাররা নাকি আরও একটি আলটিমেটাম দিয়েছেন। যদি নাজমুল ইস্যুতে বিপিএল সত্যিই বন্ধ করে দেওয়া হয়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার পেমেন্ট বিসিবিকে দিতে হবে। যার পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এই দাবি খোদ কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের। জানা যায়, ৪৮ ঘণ্টা অপেক্ষার পর তারা ক্রিকেটে ফিরে আসতেন। কিন্তু সে অবস্থা তৈরি হয়নি। বরং পরিস্থিতি এখন ‘হ-য-ব-র-ল’। যে কারণে বিপিএল এই জায়গায় এসে বন্ধ হয়ে গেলে সে দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই বহন করতে হবে। সব পেমেন্ট বিসিবিকেই পরিশোধ করতে হবে বলে দাবি কোয়াবের। অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করায় অসংখ্য ক্রিকেটারের রুটি-রুজিও হুমকির মুখে পড়েছে। কেননা, দেশ-বিদেশের অনেক ক্রিকেটারেরই আর্থিক ভরসার অন্যতম উৎস টুর্নামেন্ট। যা নিয়ে তৈরি হলো চরম অনিশ্চয়তা। সেইসঙ্গে হতাশ হয়েছেন দর্শক-সমর্থকরাও। সিলেট পর্ব ভালোভাবে সম্পন্ন হলেও ঢাকা পর্বে কোনো ম্যাচ না হয়েই এমন কোনো সিদ্ধান্ত আসবে, তা কেউ কল্পনাও করেননি। আজ ঢাকা পর্বের প্রথম দিন খেলা দেখতে অনেক দর্শকই গিয়েছিলেন হোম অব ক্রিকেটে। কিন্তু খেলা দেখা হয়নি। আবার কবে মাঠে গড়াবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ? এখন সেটাই তাদের দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow