বিপিএল: স্বস্তির বার্তা দিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ফি পরিশোধ নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উদ্বেগ। প্রশ্ন ওঠে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না। তবে এ নিয়ে স্বস্তির বার্তাই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সব দলকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা দেওয়ার যে নিয়ম করা হয়েছিল তা পরিশোধ করেছে চট্টগ্রাম রয়্যালস। বিবৃতিতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সকল আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে চট্টগ্রাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। সে কারণে এই সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। চট্টগ্রাম রয়্যালস:  শেখ মেহেদী, তানভির ইসলাম, আবরার আহমেদ, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ

বিপিএল: স্বস্তির বার্তা দিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ফি পরিশোধ নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উদ্বেগ। প্রশ্ন ওঠে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না। তবে এ নিয়ে স্বস্তির বার্তাই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সব দলকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা দেওয়ার যে নিয়ম করা হয়েছিল তা পরিশোধ করেছে চট্টগ্রাম রয়্যালস।

বিবৃতিতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সকল আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে চট্টগ্রাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। সে কারণে এই সংশ্লিষ্ট সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।

চট্টগ্রাম রয়্যালস:  শেখ মেহেদী, তানভির ইসলাম, আবরার আহমেদ, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow