বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার তিনশ টাকায়। স্থানীয় আড়তে বিকাশ নামের একজন পাইকার মাছটি চড়া দামে কিনে নেন। এ নিয়ে হইচই পড়ে গেছে গোটা উপজেলাজুড়ে। বিশাল এ ইলিশটি একনজর দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা। জানা গেছে, বুধবার (০৩ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে ধরা পড়ে বৃহৎ আকারের রুপালি ইলিশ। বেলা সাড়ে ১১টার দিকে ওই জেলে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ১৪ হাজার তিনশ টাকায় কিনে নেন পাইকারী বিক্রেতা বিকাশ। বিকাশ জানান, হিসাব অনুযায়ী রাজা ইলিশটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে বিক্রি হয়েছে। সেই হিসাবে এর কেজি পড়েছে সাড়ে ৫ হাজার টাকা। তিনি এই ইলিশটি আরও বেশি দামে ঢাকার আড়তে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এদিকে, বড় আকারের ইলিশ ধরতে পেরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলে রুমেন। তিনি জানান, ২৫ বছরের অধিক সময় ধরে তিনি নদীতে মাছ ধরেন। এর মধ্যে এত বড় ইলিশ তিন

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়া দুই কেজি ৬শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার তিনশ টাকায়।

স্থানীয় আড়তে বিকাশ নামের একজন পাইকার মাছটি চড়া দামে কিনে নেন। এ নিয়ে হইচই পড়ে গেছে গোটা উপজেলাজুড়ে। বিশাল এ ইলিশটি একনজর দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা গেছে, বুধবার (০৩ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে ধরা পড়ে বৃহৎ আকারের রুপালি ইলিশ।

বেলা সাড়ে ১১টার দিকে ওই জেলে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ১৪ হাজার তিনশ টাকায় কিনে নেন পাইকারী বিক্রেতা বিকাশ।

বিকাশ জানান, হিসাব অনুযায়ী রাজা ইলিশটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে বিক্রি হয়েছে। সেই হিসাবে এর কেজি পড়েছে সাড়ে ৫ হাজার টাকা। তিনি এই ইলিশটি আরও বেশি দামে ঢাকার আড়তে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

এদিকে, বড় আকারের ইলিশ ধরতে পেরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলে রুমেন। তিনি জানান, ২৫ বছরের অধিক সময় ধরে তিনি নদীতে মাছ ধরেন। এর মধ্যে এত বড় ইলিশ তিনি কখনো পাননি। এটাই প্রথম। তাছাড়া বেশি দামে মাছটি বিক্রি করতে পেরেও খুশির কথা জানান রুমেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow