বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মো. আওলাদ মিয়ার ছেলে মো. রাসেলকে (৩২)। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগমকে (৪২)। পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শাহিনূর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্রটি সংরক্ষণ করা হচ্ছিল। গ্রেপ্তার দুজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মো. আওলাদ মিয়ার ছেলে মো. রাসেলকে (৩২)। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগমকে (৪২)। পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শাহিনূর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্রটি সংরক্ষণ করা হচ্ছিল। গ্রেপ্তার দুজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়।
What's Your Reaction?