বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে শুরু হতে যাওয়া ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দক্ষিণ আফ্রিকা দল যেন ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসির মেগা এই ইভেন্টের ঠিক আগমুহূর্তে ইনজুরির কবলে পড়ছেন একের পর এক প্রোটিয়া ক্রিকেটাররা। যে তালিকায় সবশেষে যোগ দিলেন ডেভিড মিলার। চলমান এসএ টোয়েন্টিতে সোমবার ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ডেভিড মিলার। পার্লের বোল্যান্ড পার্কে এদিন রাতে মুখোমুখি হয়  পার্ল রয়্যালস-জোবার্গ সুপার কিংস। জোবার্গের ইনিংসের ১৬তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার আর ব্যাটিংয়েই নামতে পারেননি। মিলারের চোটের ধরন এখনো অজানা। এমনকি প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার নিজেও বিস্তারিত কিছু জানাননি।  তিনি শুধু জানিয়েছেন, ‘আমি কিছুই জানি না। আগামীকাল (আজ) দেখব। অবস্থা অবশ্যই ভালো না।’  বিশ্বকাপের সময় যখন ঘনিয়ে আসছে, তখন দলের তিনজন ক্রিকেটার যখন চোটের কবলে পড়েন তখন সেই দলটা তো আসলে মিনি হসপিটালেই পরিণত হয়। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা। ডোনোভান ফেরেইরার কাঁধের হাড় ভেঙে গেছে। আর টনি ডি জর্জি গত বছরের ডিসেম্বরে হ্যা

বিশ্বকাপের আগে ‘মিনি হসপিটাল’ দক্ষিণ আফ্রিকা

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে শুরু হতে যাওয়া ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দক্ষিণ আফ্রিকা দল যেন ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসির মেগা এই ইভেন্টের ঠিক আগমুহূর্তে ইনজুরির কবলে পড়ছেন একের পর এক প্রোটিয়া ক্রিকেটাররা। যে তালিকায় সবশেষে যোগ দিলেন ডেভিড মিলার।

চলমান এসএ টোয়েন্টিতে সোমবার ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ডেভিড মিলার। পার্লের বোল্যান্ড পার্কে এদিন রাতে মুখোমুখি হয়  পার্ল রয়্যালস-জোবার্গ সুপার কিংস। জোবার্গের ইনিংসের ১৬তম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার আর ব্যাটিংয়েই নামতে পারেননি।

মিলারের চোটের ধরন এখনো অজানা। এমনকি প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার নিজেও বিস্তারিত কিছু জানাননি।  তিনি শুধু জানিয়েছেন, ‘আমি কিছুই জানি না। আগামীকাল (আজ) দেখব। অবস্থা অবশ্যই ভালো না।’ 
বিশ্বকাপের সময় যখন ঘনিয়ে আসছে, তখন দলের তিনজন ক্রিকেটার যখন চোটের কবলে পড়েন তখন সেই দলটা তো আসলে মিনি হসপিটালেই পরিণত হয়। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা। ডোনোভান ফেরেইরার কাঁধের হাড় ভেঙে গেছে। আর টনি ডি জর্জি গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের যে চোটে পড়েছেন, সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
আগামী ৯ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow