বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দেবেন গেরহার্ড এরাসমাস। ঘোষিত স্কোয়াডে বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও তরুণদের ওপর ভরসা রেখেছে নামিবিয়া। নামিবিয়ার বিশ্বকাপ দলে বড় চমক উইলেম মাইবার্গ। স্রেফ একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। সেটিও আবার ওয়ানডে। এখন পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়নি তার। সেই তাকেই এই সংস্করণের বিশ্বকাপ দলে রেখেছে নামিবিয়া। সবশেষ আসরের স্কোয়াড থেকে ১০ জনকে রেখেছে তারা। প্রথমবার বৈশ্বিক আসরে খেলার হাতছানি লরেন স্টিনক্যাম্প, জেসি বেল্ট, মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গোর সামনে। গত আসরে অভিজ্ঞ নিকোল লিফটি-ইটনকে না রেখে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার এই অলরাউন্ডারকে দলে রেখেছে তারা। পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ২০ বছর বয়সী জ্যাক ব্রাসেল। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ বেন শিকোঙ্গো ও তরুণ পেসার ম্যাক্স হেইঙ্গো। ব্যাটিং বিভাগে লোরেন স্টিনক্যাম্প, জান বাল্ট, ডিলান লাইচর ও উইলেম মাইবার্গের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে নামিবিয়া খেলবে

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দেবেন গেরহার্ড এরাসমাস। ঘোষিত স্কোয়াডে বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও তরুণদের ওপর ভরসা রেখেছে নামিবিয়া। নামিবিয়ার বিশ্বকাপ দলে বড় চমক উইলেম মাইবার্গ। স্রেফ একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। সেটিও আবার ওয়ানডে। এখন পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়নি তার। সেই তাকেই এই সংস্করণের বিশ্বকাপ দলে রেখেছে নামিবিয়া। সবশেষ আসরের স্কোয়াড থেকে ১০ জনকে রেখেছে তারা। প্রথমবার বৈশ্বিক আসরে খেলার হাতছানি লরেন স্টিনক্যাম্প, জেসি বেল্ট, মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গোর সামনে। গত আসরে অভিজ্ঞ নিকোল লিফটি-ইটনকে না রেখে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার এই অলরাউন্ডারকে দলে রেখেছে তারা। পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ২০ বছর বয়সী জ্যাক ব্রাসেল। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ বেন শিকোঙ্গো ও তরুণ পেসার ম্যাক্স হেইঙ্গো। ব্যাটিং বিভাগে লোরেন স্টিনক্যাম্প, জান বাল্ট, ডিলান লাইচর ও উইলেম মাইবার্গের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে নামিবিয়া খেলবে শক্তিশালী গ্রুপে, যেখানে রয়েছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের নামিবিয়া দল: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, বের্নার্ড শুলজ, রুবেন ট্রাম্পেলমান, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্র্যাসেল, বেন শিকঙ্গো, জেসি বেল্ট, ডিলান লিচার, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow