বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। হিমালয়কন্যার দেশটিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। রোহিতের অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ উতরে মূল পর্বে জায়গা করে নেয় নেপাল। বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কুশাল মাল্লা ও পেসার মোহাম্মাদ আদিল আলাম। নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরের সফলতম বোলারদের একজন ছিলেন শের মাল্লা। আর এই পারফরম্যান্সই খুলে দিয়েছে তার জাতীয় দলের দুয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন তিনি। আসরে ১০ ম্যাচ খেলে ১৭ শিকার ধরে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা। ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেপাল। একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচগুলোও খেলবে তারা। ১২ ফেব্রুয়ারি ইতালি, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে পড়েছিল নেপাল। নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা নেপাল নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। হিমালয়কন্যার দেশটিকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত পাউডেল। রোহিতের অধিনায়কত্বেই বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ উতরে মূল পর্বে জায়গা করে নেয় নেপাল। বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কুশাল মাল্লা ও পেসার মোহাম্মাদ আদিল আলাম।
নেপাল প্রিমিয়ার লিগের এবারের আসরের সফলতম বোলারদের একজন ছিলেন শের মাল্লা। আর এই পারফরম্যান্সই খুলে দিয়েছে তার জাতীয় দলের দুয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন তিনি। আসরে ১০ ম্যাচ খেলে ১৭ শিকার ধরে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ২৩ বছর বয়সী মাল্লা।
৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেপাল। একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচগুলোও খেলবে তারা। ১২ ফেব্রুয়ারি ইতালি, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও বাংলাদেশের গ্রুপে পড়েছিল নেপাল।
নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।
What's Your Reaction?