বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি খেলাটিকে বিভক্ত না করে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর খুব কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মফাট বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং এর ফলে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের অনুপস্থিতি খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য গভীরভাবে হতাশাজনক।” তিনি আরও যোগ করেন, “আমরা বিভাজন বা বর্জনের পথে না গিয়ে খেলাটির নেতাদের প্র

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি খেলাটিকে বিভক্ত না করে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর খুব কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।

ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মফাট বলেন, “টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং এর ফলে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের অনুপস্থিতি খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য গভীরভাবে হতাশাজনক।”

তিনি আরও যোগ করেন, “আমরা বিভাজন বা বর্জনের পথে না গিয়ে খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই—সংস্থা, লিগ ও খেলোয়াড়দের প্রতিনিধিসহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে ক্রিকেটকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিতে।”

ডব্লিউসিএ মনে করছে, এই ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে বিদ্যমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলনও তুলে ধরেছে। অতীতে পাকিস্তান আয়োজক হলে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। একই ধারাবাহিকতায়, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, দেশটির চূড়ান্ত অংশগ্রহণ এখনো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

টম মফাট আরও বলেন, চুক্তি রক্ষা, খেলোয়াড়দের স্বার্থ এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ ক্রমশ উদ্বিগ্ন। তার মতে, ‘এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান শাসনব্যবস্থার কিছু গভীর কাঠামোগত সমস্যাকেও সামনে এনেছে।’

তিনি সতর্ক করে বলেন, এসব সমস্যার সমাধান না হলে তা দীর্ঘমেয়াদে ক্রিকেটের প্রতি আস্থা, ঐক্য এবং খেলাটির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow