বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রয়াত বুলগেরিয়ান ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙার একটি বিতর্কিত পূর্বাভাস। সমর্থক ও সংশয়বাদীদের মধ্যকার বহু পুরোনো বিতর্ক ফের তীব্র হয়েছে বাবার এই দাবি ঘিরে—২০২৫ সালে কোনো ‘বিশ্ব-পরিবর্তনকারী ঘটনা’ ঘটতে পারে একটি বড় ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় একেবারে নতুন প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটেড দ্য ওয়ার্ল্ড’। পাশাপাশি ইংল্যান্ড, আর্জেন্টিনাসহ ইতোমধ্যে কোয়ালিফাই করা দলগুলো জেনে নেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষদের নাম। এই প্রেক্ষাপটেই আবার আলোচনায় এসেছে বাবা ভাঙার একটি ভবিষ্যদ্বাণী, যেখানে বলা হয়েছিল—২০২৫ সালে মানবজাতি এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হবে এমন এক পরিবেশে, যেখানে সারা বিশ্বের নজর থাকবে একটি বড় ক্রীড়া আসরের দিকে। ১৯৯৬ সালে মৃত্যুবরণ করা বাবা ভাঙার নাম অতীতে একাধিক ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। তার সমর্থকরা দাবি করেন, কোভিড-১৯ মহামারি, চেরনোবিল বিপর্যয় এবং
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রয়াত বুলগেরিয়ান ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙার একটি বিতর্কিত পূর্বাভাস। সমর্থক ও সংশয়বাদীদের মধ্যকার বহু পুরোনো বিতর্ক ফের তীব্র হয়েছে বাবার এই দাবি ঘিরে—২০২৫ সালে কোনো ‘বিশ্ব-পরিবর্তনকারী ঘটনা’ ঘটতে পারে একটি বড় ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় একেবারে নতুন প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ – ফুটবল ইউনাইটেড দ্য ওয়ার্ল্ড’। পাশাপাশি ইংল্যান্ড, আর্জেন্টিনাসহ ইতোমধ্যে কোয়ালিফাই করা দলগুলো জেনে নেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষদের নাম।
এই প্রেক্ষাপটেই আবার আলোচনায় এসেছে বাবা ভাঙার একটি ভবিষ্যদ্বাণী, যেখানে বলা হয়েছিল—২০২৫ সালে মানবজাতি এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হবে এমন এক পরিবেশে, যেখানে সারা বিশ্বের নজর থাকবে একটি বড় ক্রীড়া আসরের দিকে।
১৯৯৬ সালে মৃত্যুবরণ করা বাবা ভাঙার নাম অতীতে একাধিক ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। তার সমর্থকরা দাবি করেন, কোভিড-১৯ মহামারি, চেরনোবিল বিপর্যয় এবং ৯/১১ হামলার মতো ঘটনাও তিনি আগেই আঁচ করেছিলেন। এমনকি নিজের মৃত্যুর সময় সম্পর্কেও নাকি তিনি পূর্বাভাস দিয়েছিলেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাবা ভাঙা ধারণা দিয়েছিলেন যে পৃথিবী একদিন ভিনগ্রহের জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এবং সেটি ঘটবে কোনো বড় ক্রীড়া অনুষ্ঠানের সময়। আকাশে হঠাৎ একটি ‘নতুন আলো’ দেখা দেওয়ার কথাও উল্লেখ করা হয় কিছু ব্যাখ্যায়, যদিও ওই ঘটনার উদ্দেশ্য বা প্রকৃতি সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই।
বিশ্বকাপ ড্র অনুষ্ঠান নিজে ম্যাচ নয়, তবে ফুটবল বিশ্বে এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রায় দেড় বিলিয়ন দর্শক দেখেছিলেন বলে ফিফার পরিসংখ্যান। যদিও ড্র অনুষ্ঠান সে মাত্রার দর্শক টানবে না, তারপরও এটি চলতি মাসের সবচেয়ে আলোচিত ক্রীড়া আয়োজনে পরিণত হয়েছে।
এদিকে বাবা ভাঙার ভবিষ্যদ্বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। বেশিরভাগ কথিত ভবিষ্যদ্বাণী লিখিত আকারে নেই; বরং তাঁর জীবিত আত্মীয় ও অনুসারীদের মাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। ফলে সেগুলোর ব্যাখ্যা যে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে, তা মানছেন অনেক গবেষক।
কিছু মানুষ আবার দাবি করছেন, তার এই ভবিষ্যদ্বাণী আদৌ বিশ্বকাপ ড্র নয়; বরং ডিসেম্বর মাসে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করতে যাওয়া একটি আন্তঃনাক্ষত্রিক বস্তু বা দূরবর্তী নক্ষত্র বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে নাসার বিজ্ঞানীদের মতে, এসবের কোনোটিই ভিনগ্রহী প্রযুক্তি বা প্রাণের প্রমাণ নয়।
বিশেষজ্ঞদের অভিমত হলো—বিএজ্ঞানিক বিশ্লেষণের বাইরে দাঁড়িয়ে ভবিষ্যদ্বাণীকে বড় ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত করা মানব কৌতূহল ও রোমাঞ্চপ্রবণতারই প্রতিফলন। তবুও বিশ্বকাপ ড্রয়ের মতো বৈশ্বিক আলোচিত অনুষ্ঠানের আগে এমন জল্পনা যে সাধারণ মানুষের কৌতূহল বাড়াচ্ছে, তা অস্বীকার করা কঠিন।
শেষ পর্যন্ত বাবা ভাঙার রহস্যময় পূর্বাভাস কাকতালীয় কল্পনা নাকি সত্যের ইঙ্গিত—তা যাচাই করার একমাত্র উপায় সময়। আপাতত ফুটবল বিশ্ববাসী কেবল অপেক্ষা করছে—ঘটনা কি মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি আলোচনার বাইরে কিছু ঘটে যাবে।
What's Your Reaction?