বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে ম্যাচজয়ী ফিফটির পর সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সাত ম্যাচে ২৮৭ রান করেছেন তিনি, গড় ৪৭.৬৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে বিশ্বকাপ দলে তার জায়গা। তবে শান্ত নিজে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমি যতটুকু জানি বিশ্বকাপ দল ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। এটা নিয়ে আমি ভাবিও না। আমার মূল ফোকাস প্রতিদিন কীভাবে ইমপ্যাক্ট রাখা যায়। এখনও মনে হয় আরও ভালো করার সুযোগ আছে। সুযোগ পেলে সেটার সর্বোচ্চ ব্যবহার করাই আমার কাজ।” তিনি আরও যোগ করেন, “নির্বাচন আমার হাতে নেই। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা দলের জন্য যেটা সঠিক মনে করেন সেটাই সিদ্ধান্ত নেন। আমার দায়িত্ব নিয়মিত ভালো খেলা।” রংপুরের বিপক্ষে ম্যাচে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ইনিংসটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান এই বাঁহাতি ব্যাটার। তার ভাষায়, “শুরু থেকেই লক্ষ্য ছিল রান এগিয়ে নেওয়া, বি

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে ম্যাচজয়ী ফিফটির পর সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সাত ম্যাচে ২৮৭ রান করেছেন তিনি, গড় ৪৭.৬৩। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে বিশ্বকাপ দলে তার জায়গা। তবে শান্ত নিজে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমি যতটুকু জানি বিশ্বকাপ দল ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে। এটা নিয়ে আমি ভাবিও না। আমার মূল ফোকাস প্রতিদিন কীভাবে ইমপ্যাক্ট রাখা যায়। এখনও মনে হয় আরও ভালো করার সুযোগ আছে। সুযোগ পেলে সেটার সর্বোচ্চ ব্যবহার করাই আমার কাজ।” তিনি আরও যোগ করেন, “নির্বাচন আমার হাতে নেই। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা দলের জন্য যেটা সঠিক মনে করেন সেটাই সিদ্ধান্ত নেন। আমার দায়িত্ব নিয়মিত ভালো খেলা।” রংপুরের বিপক্ষে ম্যাচে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। ইনিংসটি নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান এই বাঁহাতি ব্যাটার। তার ভাষায়, “শুরু থেকেই লক্ষ্য ছিল রান এগিয়ে নেওয়া, বিশেষ করে পাওয়ারপ্লেতে। কোনো নির্দিষ্ট বোলার টার্গেট করিনি। মাঝখানে হিসেব করে খেলেছি, কাকে সম্মান দিতে হবে সেটা মাথায় ছিল। তবে পুরো ইনিংস জুড়েই পজিটিভ ব্যাটিংয়ের চিন্তাই ছিল।” টি-টোয়েন্টি দলে না থাকলেও বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে চাপ নিই না—দলে থাকি বা না থাকি। ব্যাটিংয়ের সময় এসব মাথায় আসে না। কোচ, অধিনায়ক ও নির্বাচকেরা খেলোয়াড়দের ব্যাক করেন, সেটাই বড় ব্যাপার।” তবে ম্যাচ শেষ করে ফিরতে না পারায় সামান্য আক্ষেপ আছে শান্তর। রাজশাহীর অধিনায়ক বলেন, “আমার লক্ষ্য ছিল ম্যাচ শেষ করে আসা। শটটা যেভাবে খেলতে চেয়েছিলাম, ঠিক সেভাবে এক্সিকিউট হয়নি। শেষ করতে পারলে ভালো লাগত।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow