বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়ের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সামনে রেখে নেপালে অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ উপলক্ষে ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলটি আগামী ১২ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে। ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয়। ব্যাটিং বিভাগে আছেন সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। অলরাউন্ডার ও বোলিং আক্রমণে ভরসা হিসেবে থাকছেন রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। এ ছাড়া দলে সুযোগ পেয়েছেন জুয়ারিয়া ফেরদৌস, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে। নেপালে অনুষ্ঠিত এই বাছাইপর্বে ভালো পারফ

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে ফেরার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায়ের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ সামনে রেখে নেপালে অনুষ্ঠেয় প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ উপলক্ষে ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলটি আগামী ১২ জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে। ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয়। ব্যাটিং বিভাগে আছেন সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তার। অলরাউন্ডার ও বোলিং আক্রমণে ভরসা হিসেবে থাকছেন রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। এ ছাড়া দলে সুযোগ পেয়েছেন জুয়ারিয়া ফেরদৌস, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে। নেপালে অনুষ্ঠিত এই বাছাইপর্বে ভালো পারফরম্যান্সই বাংলাদেশের সামনে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার একমাত্র পথ। অভিজ্ঞ নেতৃত্ব ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে এবার সেই লক্ষ্য পূরণে কতটা এগোতে পারে নিগারদের দল—সেটিই এখন দেখার অপেক্ষা। ঘোষিত বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়ারিয়া ফেরদৌস, রিতু মণি, ফাহিমা খাতুন, শর্না আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মাগলা ও সুলতানা খাতুন। স্ট্যান্ডবাই: সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow