বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে আসিফ নজরুল বসছেন আজ
‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতোই অবস্থা।’ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রত্যাখ্যান করায় বাংলাদেশের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে গভীর উদ্বেগে ক্রিকেটাঙ্গন।
বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ বুধবার (২১ জানুয়ারি) খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটাভুটিতে। নিজের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। মোট ১৬ সদস্য দেশের ভোটের ১৪টিই গেছে বাংলাদেশের বিপক্ষে।