বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই ময়লার গাড়িচালক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডেমর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম কুমিল্লার মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে। বর্তমানে রাজধানীর মতিঝিল আরকে মিশন রোড, ৯৭/২ গোপীবাগের বাসিন্দা। নিহত শিক্ষার্থীরা হলেন- আইইউবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)।  ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পরে মামলা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠালে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বন্ধুর বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ডেমরার মিনি কক্সবাজার নামক এলাকায় ডিএনসিসির ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইক

বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই গাড়িচালক গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই ময়লার গাড়িচালক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডেমর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম কুমিল্লার মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের আবেদ আলী বেপারীর ছেলে। বর্তমানে রাজধানীর মতিঝিল আরকে মিশন রোড, ৯৭/২ গোপীবাগের বাসিন্দা।

নিহত শিক্ষার্থীরা হলেন- আইইউবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। 

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পরে মামলা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠালে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বন্ধুর বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ডেমরার মিনি কক্সবাজার নামক এলাকায় ডিএনসিসির ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তাহসিন ইসলাম তপু এবং গাজী ইরাম রিদওয়ান দুজন নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow