বিয়েবাড়িতে মাতাল যুবকের কাণ্ড, অতঃপর করুণ পরিণতি

6 days ago 7

বিয়েবাড়িতে একটু আনন্দ ফুর্তি এখন স্বাভাবিক ঘটনা। এ আনন্দ আরও উপভোগ্য করতে আনেকে আবার মদপানও করে থাকেন। বিয়েবাড়িতে মদপান করে মাতাল মধ্যরাতে অন্যের ঘরে কড়া নেড়েছেন এক যুবক। এরপর তার করুণ পরিণতি হয়েছে। 

শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের দেউরিয়া  জেলায় বুধবার রাতে একটু করুণ ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে ভুল করে চোর বলে সন্দেহ করা হয়েছে। এরপর তাকে নৃশংশভাবে মারধর করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 

জানা গেছে, ওই যুবক দেওরিয়ার তারকুলওয়া গ্রামের বাসিন্দা। সেখানে তিনি  একটি বিয়ের অনুষ্ঠানের অংশ নিয়ে মদপানে মাতাল হয়ে পড়েন। এরপর দলের লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পথ হারিয়ে ফেলেন। পরে তিনি মধ্যরাতে অপরিচিত একটি বাড়ির দরজায় কড়া নাড়েন। 

পরে স্থানীয়রা ভুলবশত তাকে চোর বলে চিৎকার করেন । পরে তাকে আশপাশের লোকজন ব্যাপক মারধর করেন। এলাকাটিতে এর কয়েকদিন আগেই চুরির ঘটনা ঘটায় এমন পরিস্থিতির তৈরি হয়। 

এনডিটিভি জানিয়েছে, স্থানীয়দের চিৎকারে সেখানে লোকজনের জটলা তৈরি হয়। পরে সেখানে লোকটিকে জোর করে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। এসময় ত তার প্রতিবাদ সত্ত্বেও, জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং লাথি ও ঘুষি দিতে থাকে। 

পুলিশ জানিয়েছে ঘটনার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যায় তারা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সকালে পরিবারের লোকজন এসে তাকে  নিয়ে যায়। 

Read Entire Article