বিয়ে নিয়ে যা বললেন সুনেহরাহ

শোবিজ অঙ্গনে তারকাদের পর্দার বাইরের গল্প মানেই ভক্তদের সীমাহীন কৌতূহল। প্রেম, বিচ্ছেদ আর বিয়ে— এই তিন শব্দের খবরেই যেন সবচেয়ে বেশি উত্তেজনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে প্রাণখোলা হাসি আর উচ্ছ্বাসে ভরা উপস্থিতি দর্শকদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—তাহলে কি নিজের জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন সুনেরাহ? বন্ধুদের বিয়েতে আনন্দে মাতলেও নিজের বিয়ের প্রসঙ্গে বরাবরের মতোই সংযত এই অভিনেত্রী। তবে গুঞ্জন আর জল্পনার ভিড়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনেরাহ ভাঙলেন নীরবতা। স্পষ্ট কণ্ঠে জানালেন তার বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, যা শুনে ভক্তদের কৌতূহল আরও এক ধাপ বেড়ে গেল। সম্প্রতি গণমাধ্যমে কবে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’ বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভ

বিয়ে নিয়ে যা বললেন সুনেহরাহ
শোবিজ অঙ্গনে তারকাদের পর্দার বাইরের গল্প মানেই ভক্তদের সীমাহীন কৌতূহল। প্রেম, বিচ্ছেদ আর বিয়ে— এই তিন শব্দের খবরেই যেন সবচেয়ে বেশি উত্তেজনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে প্রাণখোলা হাসি আর উচ্ছ্বাসে ভরা উপস্থিতি দর্শকদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—তাহলে কি নিজের জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন সুনেরাহ? বন্ধুদের বিয়েতে আনন্দে মাতলেও নিজের বিয়ের প্রসঙ্গে বরাবরের মতোই সংযত এই অভিনেত্রী। তবে গুঞ্জন আর জল্পনার ভিড়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনেরাহ ভাঙলেন নীরবতা। স্পষ্ট কণ্ঠে জানালেন তার বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা, যা শুনে ভক্তদের কৌতূহল আরও এক ধাপ বেড়ে গেল। সম্প্রতি গণমাধ্যমে কবে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’ বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে।’  আমি সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার কাছে আনন্দের। বর্তমানে সুনেরাহ নিজের অভিনয় ও ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।  এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow