বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২ হতে ৪৪তম ব্যাচ পর্যন্ত গ্র‍্যাজুয়েট নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রণের সুযোগ পাবেন। সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিবন্ধিত গ্র‍্যাজুয়েট প্রতিনিধিদের সাথে আগামী ২৯ নভেম্বর (শনিবার) এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা সমাবর্তন আয়োজন নিয়ে বলেন, দীর্ঘদিন পর অবশেষে বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি। সমাবর্তন যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এজন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২ হতে ৪৪তম ব্যাচ পর্যন্ত গ্র‍্যাজুয়েট নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রণের সুযোগ পাবেন।

সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিবন্ধিত গ্র‍্যাজুয়েট প্রতিনিধিদের সাথে আগামী ২৯ নভেম্বর (শনিবার) এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা সমাবর্তন আয়োজন নিয়ে বলেন, দীর্ঘদিন পর অবশেষে বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি। সমাবর্তন যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এজন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্ঠুভাবে সমাবর্তনটি আয়োজন করার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow