বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা মাহবুব উদ্দিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রামের কারণে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তার বিশাল পরিচিতির জন্য মৃত্যুর পর জানাজায় বিএনপির বাইরেও দল-মত নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানিয়েছে।তিনি বলেন, সাধারণত মরদেহ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশগ্রহণ করেছে এবং ঢাকা শহর 'জানাজা শহরে' পরিণত হয়েছিল।খোকন এ সময় বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে, তেমনি খালেদা জিয়ার কথাও স্মরণ করবে।নোয়াখালীর চাটখিলে মরহুমা মহীয়সী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সোনিয়া ও তার পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত অন্

বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা মাহবুব উদ্দিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রামের কারণে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তার বিশাল পরিচিতির জন্য মৃত্যুর পর জানাজায় বিএনপির বাইরেও দল-মত নির্বিশেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানিয়েছে।

তিনি বলেন, সাধারণত মরদেহ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশগ্রহণ করেছে এবং ঢাকা শহর 'জানাজা শহরে' পরিণত হয়েছিল।

খোকন এ সময় বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করে, তেমনি খালেদা জিয়ার কথাও স্মরণ করবে।

নোয়াখালীর চাটখিলে মরহুমা মহীয়সী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সোনিয়া ও তার পরিবারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরও অনেকে।

পরে তিনি বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগী দেখেন ও বিনামূল্যে রোগীদের ওষুধ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow