বোনের গায়ে হলুদের দিন ছোট ভাইয়ের মৃত্যু

বাড়িতে চলছিল বড় বোনের গায়ে হলুদ। সবাই সেই খুশিতে কনের হলুদ নিয়ে ব্যস্ত। এদিকে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় কনের ছোট ভাই ২২ মাসের শিশু আব্দুর রহমানের। এতে নিমিষেই বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়ে যায়। রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২২ মাসের শিশু আব্দুর রহমান ওই এলাকার নূর নবীর ছোট ছেলে। জানা গেছে, সকাল থেকে বড় মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বাবা-মা। দুপুরের দিকে চলছিল মেয়ের হলুদ, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়া। সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। এদিকে শিশু আব্দুর রহমান সবার অজান্তে কখন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারে না। পরে শিশু আব্দুর রহমানের খোঁজ করলে, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে। এ সময় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   এ বিষয়ে শিশুটির বাবা নূর নবী বলেন, আজ বড় মেয়ের বিয়ের হলুদ নিয়ে আমরা সবাই ব্যস্ত, কখন যে রহমান পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারি না। এ কথা বলতেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন

বোনের গায়ে হলুদের দিন ছোট ভাইয়ের মৃত্যু

বাড়িতে চলছিল বড় বোনের গায়ে হলুদ। সবাই সেই খুশিতে কনের হলুদ নিয়ে ব্যস্ত। এদিকে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় কনের ছোট ভাই ২২ মাসের শিশু আব্দুর রহমানের। এতে নিমিষেই বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়ে যায়।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২২ মাসের শিশু আব্দুর রহমান ওই এলাকার নূর নবীর ছোট ছেলে।

জানা গেছে, সকাল থেকে বড় মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বাবা-মা। দুপুরের দিকে চলছিল মেয়ের হলুদ, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়া। সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। এদিকে শিশু আব্দুর রহমান সবার অজান্তে কখন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারে না। পরে শিশু আব্দুর রহমানের খোঁজ করলে, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে। এ সময় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে শিশুটির বাবা নূর নবী বলেন, আজ বড় মেয়ের বিয়ের হলুদ নিয়ে আমরা সবাই ব্যস্ত, কখন যে রহমান পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারি না। এ কথা বলতেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন নূর নবী। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী কালবেলাকে বলেন, পুকুরের পানিতে পড়ে একটি শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow