দুই বাংলার জনপ্রিয় নায়ক জিৎ। তিনি কারো কাছে গুরু, আবার কারো সেরা নায়ক। তার বাড়ির সামনে গত মাঝরাত থেকেই ভক্তদের উল্লাস। কারণ আজ (৩০ নভেম্বর) জন্মদিন। এ উপলক্ষে প্রিয় নায়ককে একবার কাছ থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। তবে জিৎও হতাশ করেননি।
বারান্দায় এসে সবার উদ্দেশে হাত নাড়িয়ে ভালোবাসা জানালেন নায়ক জিৎ। এর সকালের দিকেও ভক্তদের সামনে হাজির হন তিনি। এদিকে সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই, নেটিজেনরা বলছেন জিৎ যেন টালিউড বাদশা রূপে ধরা দিয়েছেন। বিষয়টিকে অনেকে আবার শাহরুখের প্রসঙ্গও টানলেন। যেভাবে জন্মদিনে শাহরুখ ভক্তদের দর্শন দেন, জিৎও যেন সেই পথ ধরে হাঁটলেন!
জিতের প্রতি জন্মদিনে অনুরাগীরা তার বাড়ির সামনে হাজির হন। শুধু তাই নয়, তারা কেক, বেলুন, পোস্টার হাতে প্রিয় নায়ককে শুভেচ্ছাও জানান। এবারও এ ব্যতিক্রম ঘটেনি। প্রতিবারের মতো এবারও ভক্তদের দেখা দিলেন এ নায়ক।
শুধু জনপ্রিয় নায়কই নয়, ভালো কমেডি করতেও পারেন, এমন সুনাম আছে ‘সুপার’ নায়ক জিতের । অধিকাংশ সিনেমায় তিনি অ্যাকশন হিরো হলেও তার সংলাপ ডেলিভারি ও অভিনয়ে কিছুটা কমেডির ছোঁয়া থাকে। এ নায়কের সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘বুমেরাং’ সিনেমা তেমনই প্রমাণ মিলেছে। জিৎ নিজের ইমেজ ভেঙে বার বার চমক দিয়েছেন। জন্মদিনেও অনুরাগীরা সেই চমকের আশায় রয়েছেন।
ভারতীয় বাংলা বাণিজ্যিক সিনেমার অন্যতম সুপারস্টার জিৎ। আজ ৪৭ বছরে পা দিয়েছেন তিনি। বক্স অফিসে তার সিনেমা মুক্তি পেলেই হইচই পড়ে যায় টালিউডে।
এমএমএফ/জেআইএম