ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত মো. সুজন (৩০) একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। নিহতের স্বামী শওকত জানান, তার বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। এ সময় তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার সময় ওই ছেলেদের খেলা বন্ধ করতে বলে শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারধর করতে থাকে। এ সময় ছেলেকে মারধর থেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে উত্তেজিত সুজন তাকেও আঘাত করে। এ সময় সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে সাবিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক ম

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের
গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত মো. সুজন (৩০) একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। নিহতের স্বামী শওকত জানান, তার বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। এ সময় তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার সময় ওই ছেলেদের খেলা বন্ধ করতে বলে শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারধর করতে থাকে। এ সময় ছেলেকে মারধর থেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে উত্তেজিত সুজন তাকেও আঘাত করে। এ সময় সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে সাবিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক মো. লাল চান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow