ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত
ভোটার তালিকায় ত্রুটি থাকায় দ্বিতীয়বারের মতো স্থগিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল।
ব্রাকসু নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আমির শরীফ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও কমিশন কার্যালয় আসেননি নির্বাচন কমিশনাররা। বুধবার বেলা আড়াইটার দিকে কমিশন কার্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের তপশিল স্থগিতের বিষয়ে তারা বৈঠকে বসেছেন।
নির্বাচন কমিশনার আমির শরীফ বলেন, ভোটার তালিকার বিভিন্ন ত্রুটি এখনো সংশোধন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা না পাওয়ায় ২৪ তারিখ নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
ঘোষিত তপশিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এসে কমিশন কার্যালয়ে তালা বন্ধ দেখতে পান। পরে নির্বাচন কমিশনারদের মোবাইল করলেও তারা রিসিভ কর
ভোটার তালিকায় ত্রুটি থাকায় দ্বিতীয়বারের মতো স্থগিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল।
ব্রাকসু নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না দিলেও বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আমির শরীফ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন থাকলেও কমিশন কার্যালয় আসেননি নির্বাচন কমিশনাররা। বুধবার বেলা আড়াইটার দিকে কমিশন কার্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনের তপশিল স্থগিতের বিষয়ে তারা বৈঠকে বসেছেন।
নির্বাচন কমিশনার আমির শরীফ বলেন, ভোটার তালিকার বিভিন্ন ত্রুটি এখনো সংশোধন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা না পাওয়ায় ২৪ তারিখ নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
ঘোষিত তপশিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এসে কমিশন কার্যালয়ে তালা বন্ধ দেখতে পান। পরে নির্বাচন কমিশনারদের মোবাইল করলেও তারা রিসিভ করেননি। এ বিষয়ে জানাতে উপাচার্য কার্যালয়ে গিয়ে তাকেও পাননি তারা। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে প্রার্থীরা অভিযোগ করেছেন, ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতেই প্রশাসন এমন প্রহসন শুরু করেছে। তারা একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেই শিক্ষার্থীদের তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চায় না।
এদিকে নির্বাচন কমিশনের এমন কর্মকাণ্ড নিয়ে বুধবার দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত প্যানেল ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তপশিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সব কাজ ধারাবাহিকভাবে অগ্রসর হওয়া প্রয়োজন। এছাড়া মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনাররা কেন অফিসে উপস্থিত ছিলেন না তার স্পষ্ট কারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার দাবি জানান তারা।
এর আগে, গত ১ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অসংগতি থাকার কারণ দেখিয়ে তপশিল স্থগিত করা হয়েছে বলে জানায় কমিশন।