ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার মাত্র দুই দিনের ব্যবধানে পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রথমবার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল।  ছাত্র সংগঠনগুলোর আপত্তি ও দাবির মুখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নতুন তপশিল প্রকাশ করে ভোটগ্রহণের দিন এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।  পুনঃতপশিলের এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।  প্রথম তপশিল ঘোষণার পরই জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রশিবির তপশিল প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের দাবি জানায়। তাদের দাবি, শীতকালীন ছুটির আগে নির্বাচন হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ বেশি হবে। অন্যদিকে ছাত্রদল অভিযোগ তোলে, ‘একটি পক্ষের চাপে’ ডিসেম্বরের শেষদিকে ভোট নির্ধারণ করা হয়েছে। তারা জানুয়ারিতে ভোটের দাবি জানান, যাতে ছুটির পরে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারেন। এই বিরোধপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ বাড়তে

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার মাত্র দুই দিনের ব্যবধানে পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রথমবার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল।  ছাত্র সংগঠনগুলোর আপত্তি ও দাবির মুখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নতুন তপশিল প্রকাশ করে ভোটগ্রহণের দিন এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।  পুনঃতপশিলের এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।  প্রথম তপশিল ঘোষণার পরই জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রশিবির তপশিল প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের দাবি জানায়। তাদের দাবি, শীতকালীন ছুটির আগে নির্বাচন হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ বেশি হবে। অন্যদিকে ছাত্রদল অভিযোগ তোলে, ‘একটি পক্ষের চাপে’ ডিসেম্বরের শেষদিকে ভোট নির্ধারণ করা হয়েছে। তারা জানুয়ারিতে ভোটের দাবি জানান, যাতে ছুটির পরে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারেন। এই বিরোধপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ বাড়তে থাকে। শেষ পর্যন্ত মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের নতুন তারিখসহ পুনঃতপশিল ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচনের সব কার্যক্রমের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।  পুনঃতপশিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ নভেম্বর। পরবর্তী ধাপে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৬ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে, আর ৫ ডিসেম্বর থাকবে বাছাই-পরবর্তী আপিলের দিন। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। এরপর ৯ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন। ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।  এদিকে ছাত্র সংসদ নির্বাচন, সমাবর্তন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে শীতকালীন ছুটি পিছিয়েছে বেরোবি প্রশাসন। বুধবার ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসও ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow