ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সাইফুল আলম

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্টাইলে সরকার পরিচালনা করা, দেশের সংবিধান গণতন্ত্র এবং আইন বিচার ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে বৃদ্ধা আঙ্গুল দেখানো, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করাসহ অরাজকতায় বুদ হওয়া দেশকে স্বনির্ভর এবং সমৃদ্ধশালী রূপান্তর করার লক্ষ্যে কাজ করতে চান ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী মো: সাইফুল আলম সরকার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হলেও ২০১৮ সাল থেকে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের কৃতি সন্তান জনাব মো: সাইফুল আলম সরকার। যুব সমাজের সভাপতি তিনি। যুব সমাজের পক্ষ থেকে জাতীয় ঐক্য জোটের মাধ্যমে নির্বাচন করবেন। জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় গত ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জোটের অর্গানাইজিং কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আধিপত্যবাদী গোষ্ঠীর এজেন্টরা ঘাপটি মেরে বসে থাকার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে। পরিকল্পিতভাবে পরাজিত শক্তি দেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সাইফুল আলম

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট স্টাইলে সরকার পরিচালনা করা, দেশের সংবিধান গণতন্ত্র এবং আইন বিচার ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে বৃদ্ধা আঙ্গুল দেখানো, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করাসহ অরাজকতায় বুদ হওয়া দেশকে স্বনির্ভর এবং সমৃদ্ধশালী রূপান্তর করার লক্ষ্যে কাজ করতে চান ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী মো: সাইফুল আলম সরকার।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হলেও ২০১৮ সাল থেকে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের কৃতি সন্তান জনাব মো: সাইফুল আলম সরকার। যুব সমাজের সভাপতি তিনি। যুব সমাজের পক্ষ থেকে জাতীয় ঐক্য জোটের মাধ্যমে নির্বাচন করবেন।

জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় গত ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার জোটের অর্গানাইজিং কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আধিপত্যবাদী গোষ্ঠীর এজেন্টরা ঘাপটি মেরে বসে থাকার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে। পরিকল্পিতভাবে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চক্রান্তে লিপ্ত।

সভা শেষে শহীদ ওসমান হাদীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাতীয় ঐক্য জোটের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য আংশিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের সমন্বয়ক মোঃ আতাউল্লাহ খান, মাওলানা আজহারুল ইসলাম, তাইফুর রহমান রাহি, হুমায়ুন কবির, বেলায়েত হোসেন আলফিরুজি, মোঃ আবু হানিফ, ভিপি উজ্জ্বল প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।

জাতীয় ঐক্য জোটের আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য আংশিক প্রার্থীদের নামের তালিকা নিম্নরূপ-

আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা ঢাকা-১৪, মাসুদ হোসেন ঢাকা-৯, শাখাওয়াত হোসেন শুভ ঢাকা-১৭, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন নেত্রকোনা-১, মোঃ সিদ্দিকুর রহমান পিরোজপুর-৩, ইঞ্জিনিয়ার মোঃ হাদী ঢাকা-১০, আলহাজ্ব ডা: মো: আব্দগুস সালাম ঢাকা-২, মাওলানা আজহারুল ইসলাম কুমিল্লা-১, এম,এম, ফয়জুল্লাহ পাঠান নোয়াখালী-১, ঢাকা-৪, মো: শাহ আলম তাহের ঢাকা-৪, আবুল কাশেরম মজুমদার কুমিল্লা-৮, ইঞ্জিনিয়ার তাইফুর রহমান রাহী ঢাকা-১১, মোঃ আবু হানিফ ঢাকা-১১, মো: জিয়াউর রহমান নরসিংদী-১ ও ২, মো: মিরাজুল ইসলাম মিরাজ পটুয়াখালী-৩, নাজমুল শিকদার নরসিংদী-৫, নাজনিন সুলতানা তুলি নরসিংদী-৪, মাসুদ রানা কক্সবাজার-১, জিয়াউল হক জুয়েল ঢাকা-২০, সাইম সরকার মুক্তার গাইবান্ধা-৫, এ্যাড: মো: সাদেকুর রহমান হবিগঞ্জ-২, মোবারক হোসেন আজাদ নারায়ণগঞ্জ-১, রবিউল ইসলাম কুড়িগ্রাম-১, খালিদা হোসেন অনিক খুলনা-১, জাকির হোসেন বাবু যশোর-৫, এ্যাড: আরিফুল ইসলাম চাঁদপুর-১, আব্দুল ওয়াজেদ কক্সবাজার-৪, মো: হোসেন মজুমদার ফেনি-২, গোলাম হোসেন রনি নারায়ণগঞ্জ-৪, আলমগীর হোসেন ঢাকা-৮, মোঃ ইলিয়াশ পাটোয়ারী চাঁদপুর-৫, মো: সিরাজুল ইসলাম নোয়াখালী-৬, আবু নাইম মো: আজিজুল নোয়াখালী-৫, শাহদাত হোসেন ডালীম নোয়াখালী-৪, ফিরোজ আলম জীসান লক্ষ্মীপুর-২, আরাফাত চৌধুরী সজল ঢাকা-১, মো: মোঃ মাহবুবুর রহমান মাগুরা-২, মো: ফরহাদ হোসেন ঢাকা-১৩, মাওলানা ওবায়দুল হক সালেহী কুিমল্লা-৯, এম, এ, মাসুদ মিয়া ফরিদপুর-৪, আব্দুল কাদের ঢাকা-৪, চাঁদপুর-২, মো: মহিউদ্দিন চট্টগ্রাম-১১, মোঃ সাজু মিয়া লালমনিরহাট-২, এম,এম তোহা ভোলা-১, এ্যাড: খোরশেদ আলম চাঁদপুর-৩, এ্যাড: দেলোয়ার হোসেন চাঁদপুর-১, মোঃ শাহাদাত হোসেন রংপুর-৫, মোঃ আবুল কাসেম কিশোরগঞ্জ-১, মো: সাইফুল আলম - ব্রাহ্মণবাড়িয়া ৩, এড. আশিকুর রহমান আশিক - পটুয়াখালী ২, মো: সবুজ হাওলাদার - পটুয়াখালী ৩, খাইরুল আলম - নেত্রকোনা ২, রেজাউল করিম - গাইবান্ধা ৪, দেলোয়ার হোসেন ভূঁইয়া - কুমিল্লা ১১, জাফরুল্লাহ চৌধুরী - ঝালকাঠি ২, মো: মোক্তার হোসেন - শরীয়তপুর ২, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম - চুয়াডাঙ্গা ১, নুরুল্লাহ হাওলাদার সবুজ - মাদারীপুর ৩, আইনুদ্দিন ভূঁইয়া - কুমিল্লা ১০, মোস্তাফিজুর রহমান - ব্রাহ্মণবাড়িয়া ৪, এডভোকেট নাজমুল হাসান - কুমিল্লা ৪, মো: সাব্বির হোসেন - খুলনা ৪, মো: সাইফুল ইসলাম - চুয়াডাঙ্গা ২, ড. মুহাম্মদ শাহে আলম দেওয়ান - ঢাকা ৭, সাগর চৌধুরী ভোলা - ঢাকা ১৬, এড. মাহফুজুর রহমান - কুড়িগ্রাম ৩, মো: মিজান উদ্দিন - ঢাকা ১৪, মো: ফজলুল করিম - নাটোর ১, আসাদ আলী নূর - নরসিংদী ১, মো: রোকনউদ্দিন আকন্দ - ঢাকা ৪, মোবারক হোসেন বিজ্ঞানী - কিশোরগঞ্জ ৩, মোশারফ হোসেন - চাঁপাইনবাবগঞ্জ ২।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow