ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থীর দাবিতে বিএনপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।সন্ধ্যায় আখাউড়ায় ঢাকা-আগরতলা সড়কে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করেন। পরে নারায়ণপুর মোড়ে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।আখাউড়ায় অনুষ্ঠিত মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আবদু, আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতার খান, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন প্রমুখ।উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে পাওয়া যায়নি। উনার বয়সও প্রায় ৯০ বছর। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কবির আহমেদ ভূইয়া। এই আসনে তাকে মনোনয়ন না দেওয়া হলে আমরা আরও কঠিন আন্দোলনে যাবো। আমাদের দাবি, বিএনপির প্রার্থী এই আসনে পুনর্বিবেচনা করা হোক।’

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে প্রার্থীর দাবিতে বিএনপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় আখাউড়ায় ঢাকা-আগরতলা সড়কে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার কর্মী-সমর্থকরা কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করেন। পরে নারায়ণপুর মোড়ে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আখাউড়ায় অনুষ্ঠিত মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আবদু, আখাউড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতার খান, যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন প্রমুখ।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে পাওয়া যায়নি। উনার বয়সও প্রায় ৯০ বছর। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কবির আহমেদ ভূইয়া। এই আসনে তাকে মনোনয়ন না দেওয়া হলে আমরা আরও কঠিন আন্দোলনে যাবো। আমাদের দাবি, বিএনপির প্রার্থী এই আসনে পুনর্বিবেচনা করা হোক।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow