বড়দিন উপলক্ষে আজ রঙে রাঙবে নন্দনমঞ্চ

আলো-ছায়ার মায়াবী আবেশে, সুর ও সম্প্রীতির বন্ধনে আবারও উৎসবমুখর হতে চলেছে রাজধানী। শুভ বড়দিনকে ঘিরে সংস্কৃতির রঙে বাংলাদেশকে সাজাতে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দনমঞ্চে মিলবে গান, নৃত্য ও বৈচিত্র্যের উৎসব— যেখানে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবিকতার জয়গানই হবে মূল সুর। এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, নন্দনমঞ্চ ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ। কারিগররা মঞ্চ সাজানো এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন।  দর্শকদের অনুষ্ঠান উপভোগের জন্য একাডেমি কর্তৃপক্ষ আমন্ত্রণ পত্রে জানান,  ‘চলছে প্রস্তুতি... বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা, আজ সন্ধ্যা ৬টা থেকে চলে আসুন দলে দলে’, আন্তরিক আমন্ত্রণে। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক

বড়দিন উপলক্ষে আজ রঙে রাঙবে নন্দনমঞ্চ

আলো-ছায়ার মায়াবী আবেশে, সুর ও সম্প্রীতির বন্ধনে আবারও উৎসবমুখর হতে চলেছে রাজধানী। শুভ বড়দিনকে ঘিরে সংস্কৃতির রঙে বাংলাদেশকে সাজাতে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দনমঞ্চে মিলবে গান, নৃত্য ও বৈচিত্র্যের উৎসব— যেখানে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবিকতার জয়গানই হবে মূল সুর।

এই আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অফিশিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, নন্দনমঞ্চ ঘিরে চলছে নানা কর্মযজ্ঞ। কারিগররা মঞ্চ সাজানো এবং আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। 

দর্শকদের অনুষ্ঠান উপভোগের জন্য একাডেমি কর্তৃপক্ষ আমন্ত্রণ পত্রে জানান,  ‘চলছে প্রস্তুতি... বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা, আজ সন্ধ্যা ৬টা থেকে চলে আসুন দলে দলে’, আন্তরিক আমন্ত্রণে।

এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের উদযাপন অব্যাহত রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা ঈদুল ফিতর, বৌদ্ধ পূর্ণিমা এবং দুর্গাপূজা উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

জানা গেছে, বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে অনুষ্ঠানের কর্মসূচি। সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে থাকছে বিশেষ সংগীত পরিবেশনা। এছাড়া বড়দিনের ঐতিহ্যবাহী ক্যারল সং এবং কীর্তণ পরিবেশনা অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow