বড় ভাইয়ের পর এবার গ্রেপ্তার ছোট ভাই
জামালপুর পৌর যুব মহিলা লীগ সভাপতি সায়মা হামজা সিমির বড় ছেলে ছাত্রলীগ নেতা সিফাতের পর ছোট ছেলে পদবিহীন ছাত্রলীগ কর্মী সিয়াম হামজা শিতলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের ফৌজদারি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালপুর সদর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার শীতল নিষিদ্ধ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী। এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সায়হাম হামজা সিফাতকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে সন্ত্রাস দমন আইনে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, গ্রেপ্তার শিতল নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জামালপুর পৌর যুব মহিলা লীগ সভাপতি সায়মা হামজা সিমির বড় ছেলে ছাত্রলীগ নেতা সিফাতের পর ছোট ছেলে পদবিহীন ছাত্রলীগ কর্মী সিয়াম হামজা শিতলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের ফৌজদারি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামালপুর সদর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার শীতল নিষিদ্ধ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সায়হাম হামজা সিফাতকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে সন্ত্রাস দমন আইনে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, গ্রেপ্তার শিতল নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।
তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
What's Your Reaction?